web analytics
গল্পসংক্ষেপ: ভাল্লু সার্কাসের ভাল্লুক ছিল। তার মালিক তাকে দিয়ে খেলা দেখাত। ভাল্লু খুব ভাল নাচতে পারত। ঢোলে বাদ্য বেজে উঠলেই তার শরীর চনমন করে উঠত নাচার জন্য। কিন্তু একটিন ভাল্লুর মালিক মারা গেল আর তার জায়গা হলো চিড়িয়াখানাতে। সেখানেও কোন সমস্যা ছিল না। অন্তত খাওয়া দাওয়ার তো কোনই সমস্যা ছিল না। কিন্তু ভাল্লুর মনের মধ্যে সবসময় হিমালয়ের স্বপ্ন ঘুরপাক খেত। সয়নে স্বপনে সে শুধুই হিম পাহাড়ের স্বপ্ন দেখত। একদিন ভাল্লু সুযোগ পেয়ে চিড়িয়াখানা থেকে পালাল। তোমরা বুঝতেই পারছ একটা বড়সড় ভাল্লুক রাস্তায় বেরুলে মানুষদের অবস্থা কেমন হবে। চারদিকে শুধু পালাও বাঁচাও রব। এরই ভিড়ে ভাল্লু চলল তার স্বপ্নের গন্তব্যের দিকে। চলার পথেও ঘটে গেল অনেক ঘটনার ঘনঘটা। ভাল্লু কি পারবে তার ঘরে অর্থাৎ হিমালয়ের হিম দেশে ফিরে যেতে? নাকি তাকে আবার বন্দী হয়ে চিরিয়াখানায় ফিরে আসতে হবে?
Read online or Download this book

© ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে সর্বস্বত্ব সংরক্ষিত

এই বইটির স্বত্বাধিকার লেখক বা লেখক নির্ধারিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের, অর্থাৎ বইটি পাবলিক ডোমেইনের আওতাভূক্ত নয়৷ কেননা, যে সকল বইয়ের উৎস দেশ ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে, লেখকের মৃত্যুর ষাট বছর পর স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত অথবা বেনামে বা ছদ্মনামে ও মরণোত্তর প্রকাশিত রচনা বা গ্রন্থসমূহ প্রথম প্রকাশের ষাট বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়৷ অর্থাৎ, ১ জানুয়ারি, 2021 সাল হতে 1961 সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে। এবং 1961 সালের পরে প্রকাশিত বা মৃত লেখকের বইসমূহ পাবলিক ডোমেইনের আওতাভূক্ত হবে না৷

আইনি সতর্কতা

প্রকাশক এবং স্বত্বাধিকারীর লিখিত অনুমতি ছাড়া এই বইয়ের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোন যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সম্বলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোন ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে।
আপনার জন্য প্রস্তাবিত বইসমূহ
মন্তব্য করুন
Scroll Up
WhatsApp chat