web analytics

হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহুকুমার কেন্দুয়ার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক ও নাট্যকার হিসেবে পরিচিত। ‘নন্দিত নরকে’ উপন্যাস প্রকাশের সাথে সাথেই তিনি বোদ্ধা পাঠকের নজর কাড়েন। এরপর তাঁর দ্বিতীয় উপন্যাস ‘শঙ্খনীল কারাগার’ প্রকাশিত হওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। এরপর তাঁর লেখনি আর থামেনি। তিনি সৃষ্টি করেছেন বাংলা উপন্যাসের জনপ্রিয় চরিত্র ‘হিমু’ ও ‘মিসির আলি’কে। নাটক ও সিনেমা তৈরিতেও তাঁর সফলতা রয়েছে।
হুমায়ুন আহমেদ তাঁর অসংখ্য বহুমাত্রিক সৃষ্টির জন্য নানা পুরস্কারে ভূষিত হন। তার মধ্যে উল্লেখযোগ্যগুলি হলোঃ বাংলা একাডেমী পুরস্কার (১৯৮১), শিশু একাডেমী পুরস্কার, একুশে পদক (১৯৯৪), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ কাহিনী ১৯৯৪, শ্রেষ্ঠ চলচ্চিত্র ১৯৯৪, শ্রেষ্ঠ সংলাপ ১৯৯৪), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), মাইকেল মধুসুদন পদক (১৯৮৭), বাচসাস পুরস্কার (১৯৮৮), হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০), জয়নুল আবেদীন স্বর্ণপদক। মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন থাকার পর ২০১২ সালের ১৯ জুলাই-এ স্থানীয় সময় ১১:২০ মিনিটে নিউ ইয়র্কের বেলেভ্যু হসপিটালে এই নন্দিত লেখক মৃত্যুবরণ করেন। তাকে নুহাশ পল্লীতে দাফন করা হয়।

Scroll Up