web analytics

ক্রুসেড সিরিজ

ক্রুসেডের ইতিহাস অনেক দীর্ঘ। হাজার বছর ধরে চলছে এ ক্রুসেড৷ ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চক্রান্তে মেতে উঠেছিল খ্রিষ্টানরা। একদিকে সশস্ত্র লড়াই, অন্যদিকে কুটিল সাংস্কৃতিক আগ্রাসন৷ মুসলিম দেশগুলিতে তারা ছড়িয়ে দিয়েছিল গুপ্তচর, মদ, নারী আর নেশার সামগ্রী৷ লোমহর্ষক অসংখ্য সংঘাত ও সংঘর্ষে পরাজিত হয়ে তারা বেছে নিয়েছিল ষড়যন্তের পথ। ষড়যন্ত্র আর সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিল মুসলিম বীর শ্রেষ্ঠরা। গর্জে উঠেছিল গাজী সালাউদ্দীন আইয়ূবীর তলোয়ার৷ সেই ঐতিহাসিক ঘটনাবলীর ভিত্তিতে লিখিত হয়েছে ক্রুসেড সিরিজ৷

Scroll Up