মানুষের মোট সংখ্যা প্রতিবছর বেড়ে চলেছে, যদিও এক জোড়া মানুষ থেকে বছরে একটির বেশি বাচ্চা জন্ম হয় না। এ থেকেই আসে বেঁচে থাকার সংগ্রাম। যা থেকে কারও রেহাই নাই। বেঁচে থাকতে হলে খাদ্য চাই, আলো চাই, তাপ চাই, আত্মরক্ষা করা চাই, প্রাকৃতিক দূর্য়োগ থেকে বাঁচার উপায় জানা চাই, আরো চাই অনেক কিছু। এতগুলা চাহিদা পূরণ করার ক্ষমতা থাকলেই একটি জীব বেঁচে থাকে। এ কারনেই সংগ্রাম। এই সংগ্রামে জয়ী কারা আর পরাজয়ী কারা তা হিসাব করা সহজ। যদি দেখা যায়, কোনো জীবের সংখ্যা বছরে বছরে কমছে তাহলে সেই জীব হেরে যাওয়ার দলে আর যদি সংখ্যাটা বছরে বছরে বাড়তে থাকে তাহলে তারা বিজয়ীদের দলে। আর যাদের সংখ্যা একই রকম থাকে তারাও জিতছে, যদিও খুব বড় রকমের নয়। বড় রকমের জিত তাদেরই যাদের সংখ্যা বাড়ছে।
© ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে সর্বস্বত্ব সংরক্ষিত


আইনি সতর্কতা
প্রকাশক এবং স্বত্বাধিকারীর লিখিত অনুমতি ছাড়া এই বইয়ের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোন যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সম্বলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোন ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে।
আপনার জন্য প্রস্তাবিত বইসমূহ
মন্তব্য করুন