রবীন্দ্রনাথের জীবন, তাঁর চিন্তা, কাজকর্ম প্রভৃতি বিষয়ে নানা গ্রন্থ ও আলোচনা প্রকাশিক হয়েছে। কিন্তু তিনি ইসলাম ধর্ম সম্বন্ধে কি ভাবতেন সে সম্বন্ধে কোন তথ্য এতাবৎকাল আমাদের সামনে ছিল না । আমাদের দেশে হিন্দু-মুসলমান সম্পর্কের স্পর্শকাতরতা দেশ-ভাগের বহু পূ্র্ব থেকে এখনও পর্যন্ত প্রবল। মানুষের কৌতূহল থাকা স্বাভাবিক, রবীন্দ্রনাথ যিনি স্বাধীনতা-সংগ্রাম থেকে সমাজ-সংস্কারের প্রতিটি বিষয়ে আলোচনা করেছেন, ইসলাম ধর্ম সম্বন্ধে তাঁর মনোভাব কি ছিল। এই গ্রন্থটি এই স্পর্শকাতর বিষয়ে সম্বন্ধে সাধারণ মানুষের কৌতূহল নিরসন করবে। “ইসলাম ও রবীন্দ্রনাথ” ছাড়াও রবীন্দ্রনাথ ও রবীন্দ্র পরিবার সম্পর্কিত আরও কিছু মূল্যবান তথ্যপূর্ণ আলোচনা-সমৃদ্ধ এই গ্রন্থটি রবীন্দ্র গবেষণায় এক মূল্যবান সংযোজন।
© ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে সর্বস্বত্ব সংরক্ষিত


আইনি সতর্কতা
প্রকাশক এবং স্বত্বাধিকারীর লিখিত অনুমতি ছাড়া এই বইয়ের কোনও অংশেরই কোনওরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, কোন যান্ত্রিক উপায়ের (গ্রাফিক, ইলেকট্রনিক বা অন্য কোনও মাধ্যম, যেমন ফটোকপি, টেপ বা পুনরুদ্ধারের সুযোগ সম্বলিত তথ্য-সঞ্চয় করে রাখার কোনও পদ্ধতি) মাধ্যমে প্রতিলিপি করা যাবে না বা কোন ডিস্ক, টেপ, পারফোরেটেড মিডিয়া বা কোনও তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে।
আপনার জন্য প্রস্তাবিত বইসমূহ
মন্তব্য করুন