এডুলিচার পাঠশালায় প্রকাশিত সকল বই মেধাস্বত্ব উত্তীর্ণ নয় বা পাবলিক ডোমেইনের আওতাভূক্ত নয়। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে, এডুলিচার পাঠশালা সাইটটি কোন প্রকার বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত নয়; পাঠককে পাঠে উৎসাহিত করার উদ্দেশ্যে আমরা বইসমূহের ডিজিটাল ভার্ষণ তৈরী ও প্রকাশ করেছি। আমরা লেখক, প্রকাশক, বা মেধাস্বত্বের প্রকৃত অধিকারীর প্রতি পূর্ণশ্রদ্ধা রেখে জানাচ্ছি যে, কোন বই সম্পর্কে মেধাস্বত্ব অধিকারীর পক্ষ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট বইটি সরিয়ে নেওয়া হবে।
আপনি বইটি পড়বেন, ভালো লাগলে মূল বইটি কিনে পড়বেন৷ প্রতিটি পাঠককে লক্ষ্য রাখতে হবে যাতে লেখক ও প্রকাশক আর্থিক ক্ষতির সম্মুখীন না হন৷ প্রকাশনা শিল্প আর্থিক ক্ষতির সম্মুখীন হলে শুধু লেখক বা পুস্তক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন তা নয় প্রকাশনা শিল্পের বিকাশও রুদ্ধ হবে৷
এডুলিচার প্রস্তুতকৃত ইবুক সংস্করণের স্বত্বাধিকারী এডুলিচার৷ আপনি বইটি এডুলিচারের সাইট থেকে শুধু পড়ার উদ্দেশ্যে ডাউনলোড করতে পারেন, যেকোন স্থানে, যেকোন ডিবাইসে বিনামূল্যে পড়তে পারেন, পাঠের উদ্দেশ্যে বন্ধুদের এর কপি দিতে পারেন৷ কিন্তু কোন রকম বাণিজ্যিক উদ্দেশ্যে বইটির পুনঃউৎপাদন, অন্য কোন ইলেক্ট্রনিক মাধ্যমে ব্যবহার উপযোগী সংস্করণে রূপান্তর, ডাউনলোড ফি বা সদস্যতা ফি নেওয়া বা অন্যকোন ভাবে আর্থিক লাভের উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ৷
সুধী পাঠকগণের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আপনারা যারা বইসমূহের ডিজিটাল ভার্ষণ পড়ছেন, তারা চেষ্টা করবেন বইসমূহের হার্ডকপি কিনে পড়তে, হার্ডকপি কিনতে অন্যদের উৎসাহিত করবেন৷